আগামীকাল বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হচ্ছে। তাবলিগ জামাতের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহম্মদ (স.) এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
গোপালগঞ্জের মরা মধুমতি নদীর তীরের লেকপাড়ে ৪০ একর জমির উপর হাউজিং প্রকল্প মাঠে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্যে দিয়ে এ ইজতেমা শুরু হবে। চলবে আগামী শনিবার পর্যন্ত। গোপালগঞ্জের পাঁচ উপজেলাসহ আশপাশের জেলা থেকে ইজতেমায় প্রায় দুই লাখ মুসল্লি অংশ নেবেন বলে তাবলিগ জামাতের মুরব্বিরা আশা প্রকাশ করেন।
ইজতেমার নিরাপত্তায় থাকবে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন। ইতিমধ্যে জেলা প্রশাসক শেখ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার সাইদুর রহমান খান ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, ইজতেমা ময়দানকে নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
।