নারীদের অবদানে বাংলাদেশের আয় বেড়েছে : চুমকি

নারী ও শিশু
image_156792.meher-afroze-chumkiনারীদের একটি বিরাট অংশ কর্মক্ষেত্র অবদান রাখায় বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বিরাট অংশ নারী। এসব নারীদের অনেকেই কর্মক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছেন। ৪০ লাখ নারী পোশাক খাতে কাজ করছে, বিভিন্ন সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে পিএসসি’র ৩৬৯ জন, জেএসসি’র ১২২ জন ও এসএসসি’র ৮৭ জনসহ মোট ৫৭৮ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে মেডেল ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *