যুদ্ধাপরাধীদের হাতে পতাকা তুলে দিয়ে আর তাদের মন্ত্রীর পদে বসানোর দায়ে জনগণের আদালতে খালেদা জিয়ার বিচার হবে– এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেল তিনি হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন।
জনসভায় শেখ হাসিনা বলেন, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন জনগণ অশান্তিতে থাকে আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। বিএনপির ২ গুণ : সন্ত্রাস আর মানুষ খুন করা- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাতের রাজনীতি হচ্ছে গ্রেনেড হামলার রাজনীতি।
শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে উন্নয়ন করে না, তারা দুর্নীতি, সন্ত্রাস ও মানুষ হত্যা করে ও দেশের জনগণের টাকা বিদেশে পাচার করে। আওয়ামী লীগ মানে উন্নয়ন, জনগণের কল্যাণ। আওয়ামী মানুষের কল্যাণে বিশ্বাস করে।
হবিগঞ্জবাসীর উদ্দেশ শেখ হাসিনা বলেন, এরই মধ্যে সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া হত্যার চার্জশিট দেওয়া হয়েছে এর বিচার কাজও সম্পূর্ণ হবে।
প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে, চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে, বেকারত্ব ঘুঁচিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে দুটিসহ মোট চারটি প্রকল্প উদ্বোধনের পাশাপাশি আরও চারটির ভিত্তিস্থাপন করেন তিনি। এ সময় আগামী ডিসেম্বরে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এ গ্যাস ফিল্ড থেকে তিনটি বিদ্যুৎকেন্দ্রে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান।