শান্তিপূর্ণ আলোচনাই কাশ্মীর সমস্যার সমাধান : পাকিস্তানের প্রধানমন্ত্রী

Slider সারাবিশ্ব

094539army_kalerkantho_pic

 

 

 

 

যুদ্ধ নয়। শান্তিপূর্ণ আলোচনাতেই ভারত-পাক সমস্যা মিটবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাক্কান আব্বাসি।

গতকাল সোমবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ফিউচার অফ পাকিস্তান ২০১৭র মঞ্চে দাঁড়িয়ে এ মন্তব্য করেন তিনি।পাক প্রধানমন্ত্রীর মতে, কাশ্মীরকে কেন্দ্র করেই এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন এই পরিস্থিতিরও অবসান ঘটবে না। কাশ্মীরকে কেন্দ্র করেই চলবে দুপক্ষের গুলির লড়াই কিংবা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন।

কিন্তু প্রধানমন্ত্রীর কথায়, তারা যুদ্ধ চান না। কথার মাধ্যমেই সেই সমস্যার সমাধান করতে রাজি তারা। একই সঙ্গে ভারতকেও তিনি আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য।

একই সঙ্গে তিনি আরও বলেন, দুই দেশই কাশ্মীরকে রক্ষা করতে গিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলছে। কিন্তু নিউক্লিয়ার বোমার ধ্বংস করার ক্ষমতা হয়তো ভয়াবহ।

কিন্তু সেটি কোনো সমস্যার সমাধান হতে পারে না। যদিও কথার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার ইঙ্গিত দিলেও তিনি নিজেও যে খুব একটা বিশ্বাস করেন এই যুক্তিতে। তাও নয়। সেটি এ দিনের কথাতেই তা বারবার উঠে আসছিল।একই সঙ্গে আব্বাসি দাবি করেন, আমেরিকার সঙ্গে পাকিস্তানের তিক্ত সম্পর্কের একমাত্র কারণ আফগানিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *