শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

কপ্টার দুর্ঘটনায় সৌদি রাজপুত্রের মৃত্যু

Slider সারাবিশ্ব

image

 

 

 

 

 

 

কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল সৌদি আরবের অত্যন্ত প্রভাবশালী রাজপুত্র মনসুর বিন মুকরিনের।  রবিবার সৌদির দক্ষিণ-পশ্চিম ইয়েমেন সীমান্তে এই কপ্টার দুর্ঘটনা ঘটে।

দেশের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আল আরাবিয়ার খবর অনুযায়ী, ওই কপ্টারে মুকরিন ছাড়াও বেশ কয়েক জন সরকারি আধিকারিক ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদেরও। যদিও কী ভাবে কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল, সে ব্যাপারে কিছু জানায়নি আল আরাবিয়া। প্রাথমিক ভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও, এর পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না তা স্পষ্ট নয়।

মুকরিন ছিলেন সৌদির আসির প্রদেশের ডেপুটি গভর্নর। একই সঙ্গে তিনি বর্তমান যুবরাজ সলমনের অন্যতম উপদেষ্টা। সৌদির দু’টি মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাঁর উপর। জানা গিয়েছে, সরকারি কাজের পরিদর্শন করতে ওই এলাকায় গিয়েছিলেন মুকরিন। পরিদর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। কপ্টারের ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে কয়েকটি দেহও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *