ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

Slider রংপুর

IMG_20171106_190803_984

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টরি) হিসেবে স্বীকৃতি পাওয়ায় ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে ঠাকুরগাঁও শহরের বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদের ডাকবংলোতে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা পরিষদ ডাক বাংলোতে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

পূষ্পার্ঘ অর্পন শেষে জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সিনিয়র সহ সভাপতি কোরবান আলী সরকার, বেলাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পাঠাগার বিষয়ক সম্পাদক রেজওয়ান সাইফ সাধন, ধর্ম বিষয়ক সম্পাদক সাজু ইসলামসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *