রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের চত্বর এলাকায় ভ’মি মন্ত্রনালয়ের ভূয়া অডিট অফিসার সাব্বির হোসেন (২২) নামে এক প্রতারক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।
(৬ নভেম্বর সোমবার) দুপুর সাড়ে বারটার দিকে ওই প্রতারককে আটক করা হয়। আটককৃত প্রতারক সাব্বির গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের চাউবন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।
শ্রীপুর উপজেলা সহকারী ভ’মি কার্যালয় সূত্রে জানাযায়, সাব্বির হোসেন নিজেকে ভ’মি মন্ত্রনালয়ের অডিট অফিসার হিসেবে বিভিন্ন রুমে প্রবেশ করে কাগজ পত্র, নথিসহ নানা বিষয়ে কর্মচারিদের জেরা করতে শুরু করে। এক পর্যায়ে সে কর্মচারিদের কাজ কর্ম মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করতে থাকে। তাতে কর্মচারিরা বাঁধা দিলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। তাঁর গতিবিধ সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়।
প্রতারক সাব্বির বলেন আমি আমার জমির নামজারি করার জন্য এখানে এসেছি। আমি প্রতারক না।
শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) সোহেল রানা জানান, অফিসের কর্মচারিদের মাধ্যমে জানতে পেরে সাথে সাথে থানায় ফোন করে প্রতারক সাব্বিরকে পুলিশে দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতারক আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রতারকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।