যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের এবারের বাংলাদেশ সফরে নতুন কোনো বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।শনিবার সকালে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনার বাসভবনে নিশা দেশাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
গওহর রিজভী জানান, নিশা দেশাই তার পুরোনো বন্ধু এবং এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ।
