অনেক দিন ধরেই রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের গুঞ্জন চারদিকে ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে খোলামেলা কথা কেউই বলেননি। এদিকে ‘পদ্মাবতী’র থ্রিডি ট্রেলার মুক্তির অনুষ্ঠানে যাওয়া নিয়ে মন কষাকষি চলছিল তাদের মধ্যে। এ নিয়ে টুইটারে একটি মন্তব্যও করে বসেন রণবীর। এরপর অনেকেই ধারণা করেছেন দীপিকাকে উদ্দেশ্য করেই এ কটু মন্তব্য করেছেন নায়ক। যার ফলে তাদের সম্পর্কের ফাঁটলের গুঞ্জনটা আরও বেশি করে ডালা পালা মেলে।
তবে যাদের নিয়ে এত জল্পনা-কল্পনা, তারাই এবার পানি ঢেলে দিলেন সকল গুঞ্জনে। সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার এ মডেল হলেন রণবীর কাপুর। ‘জিকিউ’ নামের ঐ ম্যাগাজিনের লাল কভারের ফটোতে রণবীর সিংকে বেশ হট লুকে দেখা যাচ্ছে। আর ঘটনাটি ঘটে এ কভার ফটোটিই যখন রণবীর তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর পোস্ট করা রণবীরের সে ছবিতে দীপিকা কমেন্ট করেন ‘উফ!!!’, সে সঙ্গে লাভ সাইন। পাল্টা উত্তরে রণবীর তাকে ফিরিয়ে দিলেন চুমু। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এ শব্দ বিনিময়ই নিন্দুকদের বুঝিয়ে দিচ্ছে, তাদের সম্পর্ক ভাঙনের বিষয়টি আসলে কেবলই গুজব।