চার্চে ভক্তদের আনাগোনা বাড়াতে ম্যাকডোনাল্ডস!

বিচিত্র
image_156770.mcdonaldschurchচার্চে ভক্তদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। এমনকি  বিশেষ কোনো প্রার্থনার সময়ও মানুষের উপস্থিতি চোখেই পড়ে না। আর এর সমাধানে চার্চে মানুষের আনাগোনা ঘটাতে ম্যাকডোনাল্ডস এর শাখা খোলার পরিকল্পনা করছেন চার্চেরই এক দল মানুষ। বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের লোভে প্রার্থনায় তাদের আনাগোনা ঘটবে। চার্চ ব্র্যান্ডিং এজেন্সি লুক্স ডেই ডিজাইন এর ক্রিয়েটিভ ডিরেক্টর পল ডি লুকা ‘ম্যাকমাস প্রজেক্ট’ এর মাধ্যমে চার্চের অভ্যন্তরে ম্যাকডোনাল্ডস-কে স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন।
এনবিসি নিউজ-কে লুকা বলেন, আমাদের চার্চগুলো আধুনিক শ্রোতা-ভক্তদের গ্রহণ করতে সমর্থ নয়। এদেরকে আনার একটি প্রক্রিয়া হতে পারে ম্যাকডোনাল্ডস এর একটি শাখা চার্চের মধ্যে শুরু করা। এ জন ফান্ড তৈরির চেষ্টা শুরু হয়েছে। এ জন্য ১০ লাখ ডলার প্রয়োজন। তবে এখন পর্যন্ত ১০৪ ডলার সংগ্রহ করা গেছে। এই ফান্ড দিয়ে পৃথিবীর বিখ্যাত এই খাবারের চেইন শপের একটি শাখা নেওয়া হবে। এ বর্তমানে অন্য কোনো আগ্রহী চার্চকে এ কাজের অংশীদার হিসেবে খোঁজা হচ্ছে।
ইন্ডিগোগো সাইটে আগ্রহী দলটি জানায়, এবার উদ্যোক্তার ভূমিকায় চার্চগুলোর এগিয়ে আসার সময় হয়েছে। চার্চে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট স্থাপন করে ভিন্ন ধাঁচের একটি সমাজ এখানে গঠন করা যেতে পারে। কিছু বিচ্ছিন্ন হিসেব তুলে ধরে বলা হয়, প্রতি বছর চার্চের ওপর বিশ্বাস হারাচ্ছেন ৩০ লাখ মানুষ এবং ২০১৩ সালেই ১০ হাজার চার্চ বন্ধ হয়ে গেছে। আবার ওদিকে ৭০ মিলিয়ন মানুষ প্রতিদিন ম্যাকডোনাল্ডস-এ যাচ্ছেন।
এ কাজে সহযোগিতার জন্য আগ্রহী দাতাদের মনযোগ আকর্ষণের চেষ্টা করছেন তারা এবং নানা রকম অফারও দেওয়া হচ্ছে। সূত্র : ফক্স নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *