জয় দিয়ে বিপিএলের পঞ্চম আসরে উড়ন্ত সূচনা করেছে নাসিরে হোসেনের দল সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
কিন্তু এই ম্যাচেই আচরণবিধবি ভঙ্গের অভিযোগে সতর্ক করা হয়েছে নাসিরকে। পাশাপাশি নামের পাশে জুটেছে একটি ডিমোরিট পয়েন্টও!
গতকাল শনিবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে দেরি হয় নাসিরের কারণে। সিলেট সিক্সার্স অধিনায়কের জন্য মাঠে অপেক্ষা করছিলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান এবং ম্যাচ রেফারি দেবব্রত পাল। ৬ মিনিট পর মাঠে প্রবেশ করেন নাসির। এছাড়া একাদশের তালিকা দিতেও দেরি করেন তিনি। এই কারণেই সতর্ক করা হয়েছে নাসির এবং সিলেটের ম্যানেজার জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন শান্তকে।
ম্যাচ রেফারির কাছে অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। বিপিএলের আচরণ বিধি অনুযায়ী, ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে ১ ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়বেন নাসির। তবে সিলেটের মিডিয়া ম্যানেজার শান্ত জানিয়েছেন, নতুন দলের সঙ্গে পরিচিত হতে ও কথা বলতে গিয়ে দেরি করে ফেলেন নাসির।