ভিয়েতনামে টাইফুনের আঘাতে ২৭ জনের মৃত্যু

Slider সারাবিশ্ব

1428293181_kalerkantho_pic

 

 

 

 

ভিয়েতনামে টাইফুন ডামরেইয়ের আঘাতে ২৭ জনের মৃত্যু ও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। দেশটিতে এপেক শীর্ষ সম্মেলন শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে গতকাল শনিবার এ প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানে।

আজ রবিবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।টাইফুনে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে এএফপি’র খবরে জানানো হয়েছে।

ভিয়েতনামের তল্লাশী ও উদ্ধারকারী অফিস জানিয়েছে, উপকূলীয় কানহ হোয়া প্রদেশে টাইফুনের প্রভাবে বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ায় বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।

সরকার জানিয়েছে, ঝড়ের আঘাতে সাদা বালুর সৈকত হিসেবে পরিচিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র নহা ট্রাং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১৪ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে। ঝড়টি আঘাত হানার আগে বিদেশি পর্যটকসহ ৩০ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

এদিকে ঝড়ের কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে, রেল চলাচল স্থগিত করা হয়েছে।

ফু ইয়েন প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তুয়ি হোয়া নগরী এর আগে এ ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়নি।
ডানাং থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, উপকূলীয় এই নগরীতেই আগামী সপ্তাহে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (এপেক) সম্মেলন শুরু হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *