শনিবার ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার লক্ষ্য ছিল রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে এ-যাত্রায় অল্পের জন্য রক্ষা পায় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর।
সৌদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে ক্ষেপণাস্ত্রটি। ফলে বিমানবন্দরে পৌঁছানোর একটু আগেই ধ্বংস করে দেয়া হয় সেটি।
ইয়েমেনের গোলযোগপূর্ণ এলাকা থেকে হামলাটি চালানো হয়। অঞ্চলটিতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে আসছে।
বিশ্লেষকরা বলছেন, হুতি বিদ্রোহীরা এই প্রথমবারের মতো সৌদি রাজধানী লক্ষ্য করে হামলা চালাল।
ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করার পর রিয়াদের উত্তরে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এবং বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়। সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি বা প্রাণহানি হয়নি।
সূত্র : বিবিসি