প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাপেক্সকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। শনিবার হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার পর স্বল্প, দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছান। প্রধানমন্ত্রী হবিগঞ্জে বিবিয়ানার সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন ছাড়াও দুটি বিদ্যুৎ প্ল্যান্টের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিকাল ৩টায় হবিগঞ্জ নিউফিল্ড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার পর স্বল্প, দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছান। প্রধানমন্ত্রী হবিগঞ্জে বিবিয়ানার সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন ছাড়াও দুটি বিদ্যুৎ প্ল্যান্টের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিকাল ৩টায় হবিগঞ্জ নিউফিল্ড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন।