এক বছর আগে তিনি মানহানির মামলায় জিতে ক্ষতিপূরণ হিসেবে ৬৫ হাজার পাউন্ড পেয়েছিলেন লিওনেল মেসি। প্রতিশ্রুতি মতো প্রথম সন্তান থিয়াগোর পাঁচ বছরের জন্মদিনেই সেই অর্থ দান করলেন চিকিৎসকদের সংগঠনকে।
যাঁরা বিশ্বজুড়ে চিকিৎসা করেন আর্তদের।ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে হারের পর মেসির সমালোচনা করেছিলেন আর্জেন্তিনার এক সাংবাদিক। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন মেসি। আদালত আর্জেন্তিনা অধিনায়কের পক্ষে রায় দেন। ক্ষতিপূরণ হিসেবে মেসিকে ৬৫ হাজার পাউন্ড দেওয়ার নির্দেশ দেন বিচারক। মেসি জানিয়েছিলেন, ক্ষতিপূরণের অর্থ সমাজসেবামূলক কাজের জন্য দান করবেন। থিয়াগোর জন্মদিনেই সেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি।
থিয়াগোর জন্মদিনের পার্টিতে মেসির বাড়িতে সপরিবারের হাজির ছিলেন লুইস সুয়ারেস। যোগ দিয়েছিলেন বার্সেলোনার আর এক তারকা হাভিয়ার মাসচেরানো-ও।
আর জন্মদিনের উৎসবের আবহেই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা!