বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। দেশের সমস্ত নাগরিক আজ তাদের অধিকার থেকে বঞ্চিত।
জনগণ অনেক দিন অপেক্ষা করেছে, তারা আর অপেক্ষা করবে না। খালেদা জিয়ার চট্টগ্রাম আগমনে জনগণ রাস্তায় নেমে সেটির বহিঃপ্রকাশ দেখিয়েছে।আজ শনিবার বিকালে উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে নাছিমন ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
খসরু বলেন, যারা আজকে ক্ষমতায় তারা আইনের শাসন, বিচার বিভাগ সহ সমস্ত কিছুকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। কিন্তু জনগণ প্রস্তুত হয়েছে। যত বাধা আসবে তারা প্রতিরোধ করবে। সরকারি দল পিছু হঠতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন বলেন, উত্তর জেলা বিএনপির ইতিহাসে স্মরণাতীত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি