হাফিজুল ইসলাম লস্কর,স্টেডিয়াম থেকে :: ক্রিকেটিয় উত্তাপ ছড়িয়ে চার-ছক্কার ফুলঝুরি ছুটাতে সিলেটে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসর।
আজ শনিবার বেলা ২টায় সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচের মধ্য দিয়ে পর্দা ওঠেছে বিপিএলের।
প্রথমবারের মতো বিপিএল সিলেটে আয়োজন করায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে অন্যরকম এক আবহ বিরাজ করছে।
গত কয়েকদিন টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলেছে। যারা এই সোনার হরিণ নামক টিকিট পেয়েছেন, তারা ছুটে এসেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
শনিবার সকাল ১১টা থেকেই দর্শকদের ঢল নেমেছে স্টেডিয়াম অভিমুখে। অনেকের হাতে টিকেট থাকলেও মাঠে ঢুকতে পারেননি, কারন তিনি আসল নয় প্রতারক চক্রের ধোকায় পড়ে নকল টিকেট ক্রয় করেছেন।
বেলা ৪-৫৫ মিনিটে এ প্রতিবেদন লেখা সময় পর্যন্ত ঢাকা ডায়নামাইটস এর ২০ওভারে সিলেট সিক্সার্সকে ১৩৭রানের দেওয়া টার্গেটে ব্যাট হাতে ১৪ ওভার শেষে বিনা উইকেটে ১১৯রান সংগ্রহ করে সুবিধাজনক অবস্থানে জয়ের দারপ্রান্তে রয়েছে সিলেট সিক্সার্স।