উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের শুভ সূচনা

Slider খেলা

144013kljsdndfs_kalerkantho_pic

 

 

 

 

 

সব প্রতীক্ষার অবসান শেষে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে বিপিএলের নতুন দল সিলেট সিক্সার্স।

 

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে সাকিব আল হাসানের দল ঢাকা। ২ রানে ১ উইকেট হারালেও এভিন লুইস এবং কুমার সাঙ্গাকারার ৪৮ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। দলীয় ৫০ রানে আবুল হাসানের বলে নাসির হোসেনের তালুবন্দী হন ২৪ বলে ২৬ রান করা এভিন লুইস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ৬২ রান।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদি মারুফ, মোহাম্মদ শহিদ, আবু হায়দার, সাকলাইন সজীব, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, ক্যামেরন ডেলপর্ট, কাইরন পোলার্ড ও আদিল রশিদ।

সিলেট সিক্সার্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, তাইজুল ইসলাম, নুরুল হাসান, শুভাগত হোম, আবুল হাসান রাজু, রস ওয়াইটলি, উপুল থারাঙ্গা, লিয়াম প্লাংকেট, ক্রিসমার স্যান্টোকি ও আন্দ্রে ফ্লেচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *