মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বর্তমান পত্রিকা, দৈনিক আজকের দেশবাসী পত্রিকা, বিডি মর্নিং এবং টি নিউজ এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মোঃ শাহরিয়ার রহমান সৈকত এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মোহাইমিনুল কাইয়্যূম। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক ভোরের ডাকের মোঃ সাইফুল ইসলাম মজুমদার, যুগ্ন-সম্পাদক পদে মোঃ দিদারুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক কালের ¯্রােতের সংবাদদাতা মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে সা’দ আল জামানী ও মোঃ আসাদুল্লাহ জুনায়েদকে মনোনিত করা করা হয়।
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা হলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সহকারী পলিচালক মোঃ সামছুল আলম এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মাভাবিপ্রবি প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন রিপন।
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ শাহরিয়ার রহমান সৈকত বলেন, অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন স্যারের প্রতি, যার দিক নির্দেশনায় সাংবাদিক সমিতি আজ এতোদুর আসতে পেরেছে। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম স্যার, মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ শাহীন উদ্দিন স্যার, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ. এস. এম সাইফুল্লাহ্ স্যার, সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে স্যার এবং বিশ^বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকদের প্রতি যারা আমাদের সাংবাদিক সমিতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে উপযুক্ত নির্দেশনা এবং শত প্রতিকুলতার মাঝেও সাংবাদিক সমিতির কার্য্যালয়ের জন্য একটি সুন্দর কক্ষ বরাদ্দ দিয়েছেন। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য সকলের সহযোগীতা চান সৈকত।
সাধারন সম্পাদক মোহাইমিনুল কাইয়্যূম বলেন, সাংবাদিকতা যেমন একটি মহান পেশা তেমনি ঝুঁকিপূর্ণও বটে। সত্যান্বেষণই সাংবাদিকের মহান ব্রত। সত্য ও বস্তুনিষ্ঠতার মহান ব্রত নিয়ে তারুন্য নির্ভর এই কমিটি সংগঠনের মূলমন্ত্র “সত্য প্রকাশে আপোষহীন” থেকে একটুও বিচ্যুত হবেনা বলে আশা করি। তিনি আরও বলেন, আমরা সকল ধরনের বাধা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার্থে ও শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষের পক্ষে কাজ করে যাবো।
উল্লেখ্য, গত ৭ বছর ধরে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। এ দীর্ঘ দিনেও সাংবাদিক সমিতিকে কোন কক্ষ বরাদ্ধ দেয়া হয়নি। সম্প্রতি এই প্রথম সাংবাদিক সমিতিকে একটি কক্ষ বরাদ্ধ দেয়া হলো।