ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। কারণ ভূমিদস্যুরা ঢাকার খাল দখল করে রেখেছে।
তবে খাল উদ্ধার শুরু হয়েছে। খালগুলোর মালিকানায় আইনি ঝামেলা নেই বলেই উদ্ধার কাজ চলবে।আজ বৃহস্পতিবার রাজধানীর চাঁনখারপুলে ডিএসসিসি’র ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটা সময় সিটি করপোরেশন সরকারি সম্পত্তি লুটপাটের জায়গায় ছিলো। এখন আমরা রাতদিন কাজ করছি। নগরীর যেসব খেলার মাঠ, পার্ক দখল হয়েছিলো সেগুলো উদ্ধার করছি। এই মাঠ-পার্কগুলো উন্নয়নে ‘জলসবুজে ঢাকা’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছি। আগামী বছর প্রকল্প বাস্তবায়ন হবে।
অনুষ্ঠানে ২৭ নম্বর ওয়ার্ডের জনসাধারণ গ্যাস সংকট, জলবদ্ধতা, যানজট, পানির সংকটসহ বিভিন্ন সমস্যা মেয়রের কাছে তুলে ধরেন।
মেয়র তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন। আবার কোনো কোনো সমস্যার সমাধানে প্রতিশ্রুতি প্রদান করেন।২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমর বিন আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ, ডিএসসিসি, তিতাস গ্যাস, ওয়াসা কর্মকর্তারাসহ সর্বস্তরের জনসাধারণ।