বল্প দামে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন নোকিয়া ২

Slider তথ্যপ্রযুক্তি

162731Nokia_2_official

 

 

 

 

কথামতোই এ বছরে নিজেদের পঞ্চম স্মার্টফোনটি লঞ্চ করল এইচএমডি গ্লোবাল। আর সেটি হলো  স্বল্প দামে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন নোকিয়া ২।

সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন নোকিয়া ২। ফেসবুকে নোকিয়া-র পেজে লাইভ-এর মাধ্যমে লঞ্চ করা হয় নতুন স্মার্টফোনটি। এই স্মার্টফোনের মাধ্যমে কম দামের স্মার্টফোনের বাজারে ফের ফিরল নোকিয়া।নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বিশ্ব বাজারে মিলবে নোকিয়া ২। লঞ্চের সময় আন্তর্জাতিক বাজারে এর দাম ৯৯ ইউরো ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বাজারে নোকিয়া ২ -এর দাম হবে প্রায় ১০ হাজার টাকা। নোকিয়া ২ তিনটি রঙের মডেলে মিলবে- কপার, ব্ল্যাক এবং হোয়াইট।

এর একটি বিশেষ ফিচার হলো গুগল অ্যাসিসটেন্ট। এতো কম দামের স্মার্টফোনে এই ধরনের ফিচার এটাই প্রথম।

একনজরে নোকিয়া ২ স্মার্টফোন:

৫ ইঞ্চি এইচডি স্ক্রিন। উপরে ৩টি লেয়ারের কর্নিং গরিলা গ্লাস।

কোয়লকম স্ন্যাপড্রাগন ২১২ এসওসি প্রসেসর।

ডুয়াল সিম কার্ড (ন্যানো)।

আপাতত অ্যান্ড্রয়েড ৭.১.১ নুগেট-এ চললেও আপডেটের পর অ্যান্ড্রয়েড ওরিও ৮.০ ভার্সন মিলবে।

৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। এসডি কার্ড ব্যবহার করলে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

৪১০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতা। এইচএমডি-র দাবি, একবার চার্জ দিলে কমপক্ষে ২ দিন চলবে নোকিয়া ২। তবে প্রতিদিন ৫ ঘন্টার বেশি ব্যবহার করলে ব্যাটারি দুই দিন যাবে না।

সূত্র: জিএসএম অ্যারেনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *