প্রতারণার অভিযোগে মো. জাবেদ নামের একজনকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের প্রতারণা করার অভিযোগ রয়েছে।
জাবেদ ২০১২ সাল থেকে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় জানানো হয়েছে। ওই সময় থেকে এ ধরনের অপরাধে জড়িত থেকে তিনি কোটি কোটি অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট পরে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে।