ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাাম বাংলানিউজ২৪.কম
গাজীপুর অফিস: কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হুমায়ূন কবীর (৩২)।
শুক্রবার বেলা ১১টার দিকে কাপাসিয়া সদরের রাউতকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হুয়ামুন কবির কাপাসিয়া সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
গাজীপুর শহর আওয়ামী লীগের নেতা মো. আফছার উদ্দিন নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।
নিহতের পিতার নাম নুরুল ইসলাম। বাড়ি কাপাসিয়া সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে। হামলায় ঘটনায় গুরুতর আহত নিহতের পিতা নুরুল ইসলামকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নুরুল ইসলাম স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রাউতকোনা এলাকায় হঠাৎ করে হুমায়ূন কবীরকে কয়েক দুর্বৃত্ত আত্রমন করে ধারালো দা দিয়ে এলোপাতারীভাবে কূপাতে থাকে। তাকে বাঁচাতে এসে তার পিতাও রক্তাক্ত জখন হয়। সূত্র বলছে, নিহত হুমায়ূন কবিরের শরীরে ১৮টি কোপের জখম পাওয়া গেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার সরকারী উপ পরিদর্শক (এএসআই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে আওয়ামীলীগের দলীয় একটি সূত্র বলছে, নিহত হুমায়ূন কবির বর্তমানে কারাগারে আটক গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক(বহিঃস্কৃত) আনিছুর রহমান আরিফ সমর্থিত। হত্যাকান্ডের পর কাপাসিয়ায় উত্তেজনা বিরাজ করছে।