গ্যাসফিল্ড, বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, আধুনিক স্টেডিয়াম, ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতালসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সামনে রেখে শনিবার সকালে হবিগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি সেখানে যান।প্রধানমন্ত্রী বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন। বিবিয়ানা প্রকল্প ৩ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্যাসক্ষেত্রের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ জেলা সদরে যাবেন। সেখানে তিনি হবিগঞ্জ জেলা স্টেডিয়াম ও নার্সিং ইনস্টিটিউট উদ্বোধন করবেন। পরে শেখ হাসিনা হবিগঞ্জ ডায়াবেটিস হাসপাতালসহ ২৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেল ৩টার দিকে তিনি হবিগঞ্জ নিউফিল্ড মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। পরে তিনি ঢাকায় ফিরবেন।
