‘চিত্রনায়িকা’র তকমাটি নুসরাত ফারিয়ার নামের আগে লেগেছে কয়েক বছর হয়ে গেছে। সেই হিসেবে ছবি মুক্তির তালিকাটা খুব বেশি না হলেও একটা ভারসাম্য রয়েছে।
এখন পর্যন্ত সেই ভারসাম্যটা রাখছেন যৌথ প্রযোজনার ছবি দিয়ে। বর্তমানে তিনি ‘ইন্সপেক্টর নটি.কে’ ছবিতে অভিনয় করছেন। এখানে তার বিপরীতে দেখা যাবে কলকাতার জিৎকে। এখন পর্যন্ত ফারিয়াকে যে চরিত্রে দর্শকরা দেখে এসেছে এ ছবিতে তা থেকে একটু ভিন্নতা দেখা যাবে।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এর আগে দর্শকরা আমাকে এমন চরিত্রে দেখেননি। তাই বলতে পারি দর্শকরা এবার নতুন আমাকে দেখবেন। ‘
এই ছবিটি ছাড়া বর্তমানে অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ নেই ফারিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বছরে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছি।
আর সেটি প্রস্তুতি নিয়ে। কারণ একটি ছবি শেষ করে সেই ছবি থেকে অন্য ছবি শুরু করার মাঝে একটা বিরতি প্রয়োজন মনে করি। তার অন্যতম কারণ প্রস্তুতি। ছবির পরিমাণ বাড়ার দিকে আমার কোনো নজর নেই। আমি চাই দর্শক আমার ছবি দেখে হাসিমুখে ঘরে ফিরবেন। পরিমাণ বাড়িয়ে লাভ কী!’