ঢাকা: বিএনপির চেয়ারাপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার যাওয়ার পথে সার্বিক নিরাপত্তাজনিত বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এমনটাই জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকালে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, পুলিশের আইজি আমাদের আশ্বস্ত করেছেন তারা দেশনেত্রীর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করবেন। একইভাবে এই সফর যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারেও তারা সহযোগিতা করবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের সব ধরণের সহযোগিতা পাবো।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের সব ধরণের সহযোগিতা পাবো।
দীর্ঘদিন পর ম্যাডাম খালেদা জিয়া কক্সবাজার যাচ্ছেন। নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানাবে। তিনি বলেন, বিএনপির চেয়ার পারসন চিকিৎসা শেষে লন্ডন থেকে ফিরেই কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে ও ত্রান বিতরণে যাওয়ার ঘোষণা দেন।
সে লক্ষেই আজ সকাল ১০টা ৪০মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া । এ সফরে তিনি ছাড়াও দলের অন্য নেতারাও সঙ্গী হিসেবে রয়েছেন।