।। জলের খেলা।।
——————————- রিপন আনসারী
পাহাড়ী ঝর্নায় সাঁতরাতে চেয়েছিলাম, পারিনি
সাগরের মোহনায় নামতে চেয়েছিলাম, পারিনি
নদীর তীরে গিয়েছিলাম, নামা হয়নি।
মরুভূমিতে জলের পিপাসা পেয়েছিল, পানি পাই নি
চাতক পাখিরমত আকাশ পানে তাকিয়ে ছিলাম, বৃষ্টি হয়নি
ঘূর্নিঝড়ে দুমড়ে মুচড়ে গিয়েছিলাম ,জলের দেখা মিলেনি।
কাটফাটা রোদ্দুরে জলের জন্য গিয়েছিলাম, জল ছিল না
চৈত্র মাসের ভর দুপুরে গাছে উঠেছিলাম, বাতাস মিলেনি
জৈষ্ঠের তাপদাহে দৌঁড়ে ক্ষান্ত হয়েছি, জল মিলেনি।
জীবনের সকল সময়েই জলের পিপাসা ছিল, পাই নি
এখন আর পিপাসা হয়নি, তাই চাই নি
জানি পিপাসা মিটবে সেদিন, যেদিন আর পিপাসার দরকার হবে না।
পাহাড়, সাগর, নদী সবি যেদিন শুকিয়ে যাবে
সেদিন আমি নয়, কারো আর পিপাসা থাকবে না
লাগবে না কারো পানির স্বাদ।