নাটোরে শিশুকন্যাকে কামড়ে হত্যা করল বাবা

নারী ও শিশু

image_156606.hotthaনাটোরের বড়াইগ্রামে ‘স্বপ্নে আদেশপ্রাপ্ত হয়ে’ নিজের তিন মাসের শিশুকন্যাকে কামড়িয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে এক বাবা; যে বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছে বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছে। আজ শুক্রবার ভোরে উপজেলার মনপিড়িত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নুসরাত রুকাইয়া। তার বাবা নাজমুল ইসলাম (৩৪) পেশায় কাঠমিস্ত্রি। তার আসবাব বিক্রির একটি দোকান আছে।
নাজমুলের স্ত্রী মঞ্জুয়ারা বেগম জানান, নাজমুল কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল। গভীর রাতে ঘুম থেকে উঠে বিড়বিড় করে কথা বলত, বাড়ির বাইরে চলে যেত। বৃহস্পতিবার রাতে খাওয়ার পর দুই মেয়ে ইভা ও রুকাইয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে হঠাৎ নাজমুল রুকাইয়াকে কোলে নিয়ে বাড়ির বাইরে চলে যায়। এতে তাঁর মনে কোনো সন্দেহ দেখা দেয়নি। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও মেয়েকে নিয়ে তার বাবা ফিরে না আসায় তিনি তাদের খুঁজতে বাইরে বের হন এবং বাড়ি থেকে কয়েক শ গজ দূরে রুকাইয়ার রক্তাক্ত লাশ দেখতে পান।
দুই মেয়ের মধ্যে রুকাইয়াকে নাজমুল বেশি ভালোবাসত বলে দাবি করেন মঞ্জুয়ারা। তিনি বলেন, ‘কেন ওকে ওর বাবা এমন নিষ্ঠুরভাবে মারল, তা ভাবতে পারছি না।’
মেয়েকে হত্যার পর খবর পেয়ে প্রতিবেশীরা নাজমুলকে উলঙ্গ অবস্থায় আটক করে। পরে তার চাচা আলীফ হোসেন তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যান। আলীফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘নাজমুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
লোকজনের হাতে আটক হওয়ার পর নাজমুল দাবি করে, ছোট মেয়েকে বাড়ির পাশের ঝোপের মধ্যে নিয়ে হত্যা করলে অনেক টাকা পাওয়া যাবে বলে সে স্বপ্নে নির্দেশ পেয়েছে। ওই টাকা পেতে সে মেয়েকে হত্যা করেছে।
প্রতিবেশী লিটন খন্দকার বলেন, সম্প্রতি নাজমুলের আচরণ অস্বাভাবিক ছিল। তার বাড়িতে নিয়মিত কিছু ভণ্ড পীর জাতীয় লোক আনাগোনা করত। তিন দিন আগে নাজমুল বাড়ির উঠানে একটি টিনের ঘর তৈরি করে। সেখানে সে আগরবাতি জ্বালিয়ে জিকির করত। স্বপ্নে প্রচুর ধনসম্পদ পাওয়া যাবে বলে সে লোকজনকে বলে বেড়াত।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, রুকাইয়ার শরীরে অনেক কামড়ের চিহ্ন এবং গলায় শ্বাসরোধে হত্যা করার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত রুকাইয়ার মা মঞ্জুয়ারা বাদী হয়ে স্বামী নাজমুলের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *