ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক গ্রামে বার বার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । মহিলাটি গর্ভবতী ছিলেন, প্রথমে এমন খবর পাওয়া গেলেও পুলিশ এখন বলছে, তিনি অন্ত:সত্বা ছিলেন না।
এর আগে প্রাপ্ত খবরে জানা গিয়েছিল, ‘ওই মহিলাটি ষষ্ঠবারের মতো কন্যা সন্তান জন্ম দিতে যাচ্ছেন’- এ কথা জানার পরই তার স্বামী তাকে গর্ভপাত করাতে বলে এবং তাতে তিনি রাজী না হলে স্বামী তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
তবে পরে শোলাপুর গ্রামীণ জেলার একজন পুলিশ কর্মকর্তা কিশোর কারান্ডে জানান, বারবার কন্যা সন্তান জন্ম দেবার কারণেই ওই মহিলার স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেন। তবে হত্যার সময় মহিলাটি গর্ভবতী ছিলেন এ খবর ঠিক নয়।
জানা গেছে, ভারতে দম্পতিদের মধ্যে ছেলে শিশু পাওয়ার তাড়না খুবই জোরালো এবং মেয়ে-ভ্রুণ হত্যা দেশটিতে একটি দীর্ঘদিনের সমস্যা।