আলী আজগর পিরু/ সামসুদ্দিন, গাজীপুর অফিস: জেলা শহরের রাজবাড়ি মাঠে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র শাহাদাৎ হোসেন সোহাগ হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া ওই আদেশ দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, সেলিম, জাকির হোসেন ঝন্টু, জুয়েল, বাক্কা সুমন, আসাদুল, তৌহিদুল ইসলাম প্রিতম,আরিফ, হানিফ ও রিপন আহম্মেদ। তাদের সকলের বাড়ি গাজীপুরে। এদের মধ্যে সেলিম, হানিফ, জুয়েল ও আসাদুল পলাতক।
মামলার বিবরণে বলা হয়, ২০১০ সালের ৮ জানুয়ারী সন্ধ্যায় গাজীপুর রাজবাড়ি মাঠে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র শাহাদাৎ হোসেন সোহাগ নিহত হন। ওই ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়। দীর্ঘ সময় তদন্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। অতঃপর স্বাক্ষ্য প্রমান গ্রহন করে বিজ্ঞ আদালত ওই রায় ঘোষনা করেন। সোহাগের পিতার নাম সাদিকুজ্জামান মাইজভান্ডারী। বাড়ি গাজীপুর শহরের মুন্সিপাড়ায়। সোহাগ তার পালিত পিতা আবুল হাসেন সুফির বাসায় ২ বছর বয়স থেকেই লালিত ও পালিত হন। হত্যা মামলার বাদীও ছিলেন আবুল হোসেন সুফি।
রায়ে প্রত্যেক আসামীকে মৃত্যুদন্ড ছাড়াও পৃথক পৃথম ধারায় জড়িমানাও করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি আতাউর রহমান খান। আসামী পক্ষে ছিলেন এডভোকেট আবুল কালাম আজাদ সহ ৬জন।