বিশেষ প্রতিনিধি: মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি’র সঙ্গে আজ বৈঠক করবেন দেশটিতে সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেলা ১০ টায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাইলেটারাল মিনিস্টারিয়াল মিটিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ওই বৈঠক শেষে বর্ডার লিয়াজো অফিস এবং সিকিউরিটি কোঅপারেশন এন্ড ডায়লগ নামে দুটি এমওইউ স্বাক্ষর হয়েছে। বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, কফি আনানের রিপোর্ট বাস্তবায়নসহ রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে তারা। এছাড়া ৩০শে নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।