এম এ কাহার বকুল:
লালমনিরহাট প্রতিনিধি;
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় শনিবার গভীর রাতে ফরহাদ নামে (২৫) ও তার ছোটো ভাই নুর ইসলাম (১৫) কে এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা এতে ওই দুই ভাইয়ের শরীরের মখের পুড়ো অংশ ঝলছে গেছে। পারিবারিক শত্রুতার জেরধরে, কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের আব্দুল কালাম হোসেনের ছেলে ফরহাদ (২৫) ও নুর ইসলাম স্কুল পড়ুয়া ছেলে (১৫) একই ঘরে ঘুমিয়ে ছিল। শনিবার দিবাগত রাত ৪টার দিকে কে বা কাহারা ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এসিড লক্ষ্যভ্রষ্ট হয়ে চোখে মুখের উপর পড়ে। এতে ফরহাদের পুড়ো মুখের অংশ ঝলসে যায়। তাকে প্রথমে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়।কালীগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক আহসান হাবীব বুলু জানান, দুইটি ছেলে কে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তার গায়ে এসিড ঝলসানো চিহ্ন থাকায় তাকে রংপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ফরহাদের মা জানান, শত্রুতা বশত তার পরিবারের উপর এ এসিড হামলা করা হয়েছে। তিনি আরো বলে চিকিৎসা অব্যবস্থায় থাকার কারণে তারা এখনও থানায় অভিযোগ দিতে পারেনি। কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি দিলে ব্যবস্থা নেওয়া হবে।