ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Slider ফুলজান বিবির বাংলা বাংলার সুখবর

151231indian_minister_kalerkantho_pic

 

 

 

 

রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রবিবার দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সুষমা স্বরাজ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া ভারত সরকারের অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্বোধন করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বিকাল সাড়ে চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন সুষমা স্বরাজ। তা ছাড়াও আজ রাতে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং আগামীকাল সকালে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

 

দুই দিনের সফর শেষে সোমবার বিকালে ঢাকা ত্যাগ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *