চোখের চিকিৎসা করাতে লন্ডনে গেলেন প্রেসিডেন্ট

Slider লাইফস্টাইল

88514_President-Abdul-Hamid

 

 

 

 

ঢাকা: চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ শনিবার সকাল ১১টায় একটি ভিআইপি ফ্লাইটে করে তিনি ঢাকা ত্যাগ করেন।

লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন মো. আবদুল হামিদ।
শাহজালাল বিমানবন্দরে প্রেসিডেন্টকে বিদায় জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২৯শে অক্টোবর প্রেসিডেন্ট আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *