শান্ত_খোকন (শিশুতোষ ছড়া)
——————রফিকুল_ইসলাম_মামুন
বুবুটা নেই বাবুর পাশে চলে গেছে পাঠে,
বসে আছে একা খোকন শূণ্য খেলার মাঠে।
শান্ত খোকন শান্ত চিত্তে বসে আছে আজ,
সোনার মা যে এই সুযোগে সারছে গৃহের কাজ।
শান্ত খোকন রাগ করলে চোখের জল ঝরে,
সোনার মাটি সবার আগে ছুটে সোনার ঘরে।
মায়ের কোল পেলে খোকন করে বিশ্বজয়,
হাসির ঝিলিক ফুটে মুখে পায়না কোন ভয়।
ঘুম পাড়ানির গান শুনলে ছুটে ঘুমের দেশে,
প্রাতঃকালে জাগ্রত হয় লক্ষী সোনার বেশে।
মিটিমিটি হাসে সোনা সোনা যেন রাজা,
সোনার ঘরে হর্ষ ধ্বনি সবাই এখন প্রজা। –
—— #সর্ব_স্বত্ব_সংরক্ষিত। তারিখ-৪ অক্টোবর ২০১৭ খৃষ্টাব্দ। ঢাকা।