তুমি যাহা চাও
—-সামসুদ্দিন
সবার জীবনে অনেক কষ্ট অনেক নিরাসা.
তার পরও ভুলে যেওনা সপ্ন দেখতে
ভুলে যেওনা হাসতে ভুলে যেওনা ভাল বাসতে
মরনের পরে ভুলিবে সবাই ভুলিবেনা একজনা.
বন্ধু সুজন কেউ কারো নায়. ভুলিবে না মা।
মা নাই ঘরে যার সংসার অরন্য তার.
দেখিলে মায়ের মুথ মুছে যায় সব দু:খ তার।
শুনে বনে উঠবে হাসি. দিকে দিকে বাজবে বাঁশি।
তুমি যাহা চাও তাই যেন পাও।