আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবারের নামাজের সময় কাবুলের পশ্চিম অংশের একটি শিয়া মসজিদে এ হামলা চালানো হয়। মেজর জেনারেল আলী মাসত মোমাদ বলেন, হামলাকারী পায়ে হেঁটে স্থানীয় ইমাম জামান মসজিদে ঢোকে এবং বিস্ফোরণ ঘটায়।
ওই মসজিদের কাছাকাছি অবস্থিত ইশতেকলাল হাসপাতালের প্রধান মোহাম্মদ সাবির নাসিব বলেন, তাঁর হাসপাতালে দুজনের লাশ এসেছিল। এ ছাড়া দুজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে কোনো বক্তব্য দেয়নি। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কাবুল ও অন্যান্য প্রদেশের শিয়া মসজিদে হামলা চালানোর অভিযোগ রয়েছে। গত আগস্ট মাসে কাবুলে নামাজে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর বোমা হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।