– আবদুস শাহেদ শাহীন
তোমার মতোই আমিও মানুষ,
আমার দেহেও রক্ত আছে তোমার মতো,
দুঃখ পেলে তোমার মতোই-
সে ব্যথা হয় অনুভূত,
মানুষ আমি তোমার মতোই,
একেবারে ঠিক তোমার মতো।
আমার মতোই তুমিও মানুষ,
তুমি যখন বিলাসিতায় মগ্ন থাকো অবিরত
আমার তখন ইচ্ছে জাগে- ইচ্ছেমতো-
বিলাস করি, হায়! আমি ভাগ্যহত,
তোমায়- আমায় তফাৎ শত!
আমিও মানুষ, একটুখানি সুখ পরশে
আমিও হই আনন্দিত।
তুমি-আমি সবাই মানুষ
তুমি আমায় যেথায় সেথায় ভাবো শুধু অনাহূত,
আমি যদি যোগ্য না হই তোমার মতো,
দোষ কি আমার?
আমায় তুমি ভাবছো নীচু, অযাচিত,
তুমি আমায় দোষ শুধু দাও অতশত,
নীচু আমি, এ দোষ আমার জন্মগত!
আজকে এসো এ পণ করি-
অহমিকা ভুলে শেষে-
আমরা শুধু মানুষ হবো,
সবাই সবার পাশে র’বো ভালোবেসে,
আমি মানুষ-তোমার মতো,
তুমিও এখন আপনাকে আজ মানুষ ভাবো
একেবারে ঠিক আমার মতো।
এমন যেদিন ভাববে সবাই
সেদিন দেখো এই পৃথিবী বদলে যাবে,
তুমি-আমি বদলে গেলে
বুকের সাথে বুক মিলিয়ে এগিয়ে গেলে
অসাধ্যেরও সাধ্য কি আর-
পথ আগলে চোখ রাঙাবে!
~~~~~~~~~~~~~~~~~~~~
৪ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ
শুক্রবার
জয়কালীপুর