আজ হালিমার গাঁয়ে হলুদ কাল বিয়ে!

Slider নারী ও শিশু

 

10917893_1586310234843177_2785436532876773338_n

 

 

 

 
রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
আজ হালিমার গাঁয়ে হলুদ কাল বিয়ে। কিন্তু বিয়ে কি? কোথায় হচ্ছে বিয়ে এর কিছুই জানে না ৮ম শ্রেণীতে পড়–য়া হালিামা (১৪)।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে গিয়ে এসব তথ্য মিলেছে।
হালিমা গিলাম্বর বালিকা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী। সে একই গ্রামের মুনজুরুল ইসলামের কণ্যা।
হালিমা জানায়, তার বাবার সংসারে অভাব অনটন থাকার কারণে তার বাবা তাকে বিয়ে দিচ্ছে, কিন্তু সে জানে না কার সাথে, কোথায় বিয়ে হচ্ছে।
হালিমা আরো জানায়, তার পরিবারের লোকজন তাকে জোর করে বিয়ে দিচ্ছে। সে লেখা পড়া করতে চাই। কিন্তু তার বাবা আর তাকে লেখা পড়ার খরচ দিবেনা বলে বিয়েতে বাধ্য করেছে।
হালিমার বাবা মুনজুরুল ইসলাম জানান, আমার পক্ষে আর মেয়েকে পড়ানো সম্ভব না। কারণ সরকারী ভাবে লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি টাকাও সাহায্য পাইনি। একদিন টাকা না দিতে পারলে মেয়েকে গাল মন্দ করে মাদ্রাসার শিক্ষকরা।
তাই বাধ্য হয়ে অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে হচ্ছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার বলেন, হালিমাকে বাল্যবিয়ের হাত থেকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *