আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে বিরোধী দলের নেতা রওশন এরশাদের কাছে জানতে চেয়েছেন সফররত মার্কিন সহরকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসাওয়াল। আজ বিকালে বিরোধী দলের নেতার গুলশাসের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ বিষয়ে জানতে চাইলে রওশন জানিয়েছেন যথা সময়ে নির্বাচন হবে। বৈঠকে বিরোধী দলের সরকারের অবস্থানের বিষয়েও প্রশ্ন করেন নিশা। জবাবে রওশন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা ভাবছেন। বৈঠক শেষে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ মানবজমিনকে বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশাকে রওশন এরশাদ জানিয়েছেন আগামিতে জাতীয় পার্টি সংসদে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। বৈঠকে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে যুক্তরাষ্ট্রের আরও সহযোগিতা চান রওশন এরশাদ। তিনি বলেন, আমাদের অনেক নারীর ভাগ্য এরসঙ্গে জড়িত। এ প্রশ্নে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা এ বিষয়ে অবহিত আছি।