৩৬তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ মঙ্গলবার বিকালে প্রকাশিত এ ফলাফলে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ৫ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার জন্য এর মধ্যে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ২ হাজার ৩২৩ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৯২ জন, পুলিশে ১১৭ জন, ট্যাক্সে ৪২ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, স্বাস্থ্যে ১৮৭ জন, কৃষিতে ৩২২ জন, বিভিন্ন শিক্ষা ক্যাডারে ৯৯৬ জনসহ অন্যান্য ক্যাডারে বাকীরা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। এছাড়া টেলিটকের মাধ্যমে PSC36 Registration Numnber Send to 16222 নম্বরে এসএমএস পাঠালে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ: PSC 36123456 Send to 16222
সুত্র ; কালেরকন্ঠ