হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর সবর হয়েছেন নায়িকাদের একাংশ। নিজেদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থার করুণ অভিজ্ঞতার কথা সামনে আনছেন তাঁরা।
লেখার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ফেসবুককে। তার সূত্র ধরে যৌন হেনস্থার ঘটনা সামনে আনলেন কমেডিয়ান মল্লিকা দুয়া। ফেসবুকে তিনি লিখেছেন, তাঁর যখন মাত্র সাতবছর বয়স তখন তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল।
মল্লিকা লিখেছেন, “তখন আমার সাত বছর বয়স। বোনের এগারো। আমরা নিজেদের গাড়িতে যাচ্ছিলাম। মা গাড়ি চালাচ্ছিল। সে বসেছিল আমাদের পিছনের সিটে। সারা রাস্তা সে তার হাত আমার স্কার্টের ভিতর রেখে বসেছিল।
আমার বোনের পিঠে হাত বোলাচ্ছিল। আমার বাবা অন্য একটা গাড়িতে ছিলেন। পরে গোটা ঘটনা বাবা বুঝতে পারেন। পরে তাকে মারধর করা হয়।
ফেসবুকে যৌন হেনস্থার ঘটনা সামনে আনার উদ্যোগটি প্রথম নেন অ্যামেরিকান তারকা আলিসা মিলানো। কেউ যৌন নির্যাতনের শিকার হয়ে থাকলে সেই ঘটনার কথা লেখার আবেদন জানান তিনি। আবেদনে সাড়া দেন অনেকে। মি টু লিখে নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন অত্যাচারের কাহিনি সামনে আসতে শুরু করে। গোটা বিশ্বের একাধিক তারকা ইতিমধ্যে যৌন অত্যাচারের কাহিনি সামনে এনেছেন।