ডিম মেলায় ডিমের চাহিদা মেটাতে না পেরে বিক্ষোভরত ক্রেতাদের ঠেকাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। অথচ ডিমের কোনো অভাবই হতো না যদি ডিম মেলায় ‘তাদের’ স্টল থাকত। কর্তৃপক্ষ তাদের কথা না ভাবলেও ভেবেছেন
মো. মিকসেতু
মেসার্স আফ্রিদি ট্রেডার্স
দেইখ্যা লন, বাইছ্যা লন, এক হালি দশ ট্যাকা…
ঘোড়ার ডিম স্টোর
ব্যাপার কী ব্রাদার, ঘোড়া হয়ে ক্রেতাদের মতো মেলায় ঘোরাঘুরি করছেন কেন?
আবেগে রে ভাই! আবেগে! আজীবন শুধু ঘোড়ার ডিমের কথা শুইন্যা আসছি, আপনারা ঘোড়ার ডিম বিক্রি করতাছেন শুইনা দেখতে আইলাম জিনিসটা আসলে কেমন।
ডিমলাইট স্টোর
ভাই ও বোনেরা, তিন শ টাকার ডিমলাইট পাচ্ছেন মাত্র তিন টাকায়। শুধু কোম্পানির প্রচারের জন্য…হ্যাঁ ভাই, শুধু কোম্পানির প্রচারের জন্য…
মেসার্স আন্ডা ট্রেডার্স
যারা পরীক্ষায় ৮০-৯০ পাইত, এরা এহনো বেকার আছে। এই দিকে আমি আন্ডা পাইয়াও ইনকাম করা শুরু করলাম। এরেই কয় কপাল!
হে হে হে, এ জন্যই গুণী লোকেরা বলে, লেখাপড়া করে না যে, ডিম বেচে খায় সে!