রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

Slider টপ নিউজ

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি । আজ রোববার বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন সচিব ও দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান জাহিদ হামিদিকে।

আজ সন্ধ্যা ছয়টায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করবেন তিনি। আর আগামীকাল সকালেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন উপপ্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন। মালয়েশিয়া বরাবরই রোহিঙ্গা ইস্যুতে সরব রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ। ঢাকার আশাবাদ এই সফরে নতুন কোনো সহায়তার হাত বাড়িয়ে দেবে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *