‘অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন না প্রধান বিচারপতি’

Slider জাতীয়

 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ওঠা ১১ অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত বেঞ্চের পাঁচ বিচারক তার সঙ্গে বিচার কাজে বসবেন না বলে জানিয়েছেন। সুতরাং তিনি দেশে ফিরে দায়িত্ব গ্রহণ করতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। কারণ তিনি তো আর একা বেঞ্চ চালাতে পারবেন না। আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওই সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়া সম্পর্কিত দুটি চিঠি পড়ে শোনান আইনমন্ত্রী। আইনমন্ত্রী আরও বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। প্রধান বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে তার সবই দুর্নীতি সংক্রান্ত। এসব অভিযোগের তদন্তের এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) রয়েছে। দুদক অভিযোগের বিষয়ে অনুসন্ধান করবে। মন্ত্রী বলেন, বিদেশ যাওয়ার আগে যখন প্রধান বিচারপতি তার সরকারি বাসভবন ত্যাগ করেন তখন কাউকে অ্যাড্রেস না করে একটি চিঠিতে জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ। তার বক্তব্যে আমি হতভম্ব। আনিসুল হক আরও বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে ইস্যু তৈরি করতে চেয়েছে দেশের কিছু কিছু রাজনৈতিক মহল এবং তা ব্যর্থ হয়েছে। এই দুটি চিঠি পাওয়ার পর আমাদের কোনো সন্দেহের উদ্রেক হয়নি। তাই যে কাজ করা উচিৎ তাই করেছি। রাষ্ট্রপতিকে চিঠি পৌঁছে দিয়েছি। এরপর রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করেন। আমার মনে হয় এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *