আমার গাঁ
——মোঃ জানে আলম
গ্রামটি আমার সুজলা সুফলা সবুজে ঘেরা মাঠ,
চারি দিকে আছে ঘিরে খাল-নালা, বিল পুকুর ঘাট।
গোহাল ভরা গরু-ছাগল পুকুর ভরা মাছের চাষ,
এই গাঁয়ে কৃষক-শ্রমিক গরীব-দুঃখি মিলে করে বাস।
পূব আকাশে সূর্য হাসে পশ্চিমে যায় ঝড়ে,
ভোরের পাখির কিচিরমিচির মনটা যায় ভরে।
জোসনা রাতে চাঁদ মামা খিলখিলিয়ে হাসে,
অমাবয়সায় নিশি রাতে দুঃখের জলে ভাসে।
মৌমাছিরা, ফুলে ফুলে খেলা করে মধূ আহরণ করে মৌচাকে,
বসন্ত কালে, কালো কোকিল গাছের ঢালে ডাকে।
রাত-বিরাতে কুকুর গুলো করে শুধু ঘেউ ঘেউ,
দক্ষিণা হাওয়ায় বিলের জলে ধানে শীষে উঠে ঢেউ।
আমার গাঁয়ের মানুষ জন অত্যন্ত, অতিথি পরায়ণ,
লোভ-লালসা নেই তাদের আছে সবার নিবেদিত মন।
—–তাং ১৪ই অক্টোবর ২০১৭
ইং বড়িকান্দী