বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন- বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিল করা হবে। স্বৈরাচারী সরকার সবসময় গণমাধ্যমকে ভয়পায়। সেজন্য তারা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু যারাই গণমাধ্যমের ওপর আঘাত করেছে তাদেরই হাত পুড়ে গেছে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সভার আয়োজন করে।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে বর্তমানে পাকিস্তান আমলের চেয়েও ভয়ঙ্কর স্বৈরশাসন চলছে। এবারের বিএনপির আন্দোলন নিছক ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। এ আন্দোলনে সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষকে অংশ নেয়ার আহবান জানান তিনি।