চার উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

খেলা

001-1417160366মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মাঠে গড়িয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান। ব্যাট করছেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম।

চতুর্থ ওভারের শেষ বলে মাদজিভার বলে এলবিডব্লিই হয়ে ফিরে যান এনামুল হক (৫)। মায়ারের করা একাদশ ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে মাসাকাদজার হাতে তালুবন্দি হন তামিম (১৬)। ১২তম ওভারের প্রথম বলেই মাদজিভার দ্বিতীয় শিকারে পরিণত হন ইমরুল (৫)। ১৩তম ওভারের দ্বিতীয় বলে মায়ারের দ্বিতীয় শিকার হন সাকিব আল হাসান (১)।

আজ বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। শফিউল ইসলামের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আবুল হাসান রাজু। আরাফাত সানির পরিবর্তে অভিষেক হয়েছে জুবায়ের হোসেন লিখনের। আর ব্যাটসম্যান মুমিনুল হকের পরিবর্তে মাঠে নামবেন ইমরুল কায়েস।

তিনটি ম্যাচ জিতে ইতিমধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ জিতে ব্যবধানটা ৪-০ করতে চায় তারা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা (অধি:), আবুল হাসান, জুবায়ের হোসেন, রুবেল হোসেন।

জিম্বাবুয়ে দল : মারুমা, মাসাকাদজা, সিবান্দা, টেলর, চাকাভা, চিগম্বুরা, পিটার মুর, মাদজিভা, মায়ার, চাতারা ও কামুনগোজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *