আধা ঘণ্টার মধ্যেই বাংলাদেশের চার উইকেটের পতন হয়েছে। সাজঘরে ফিরেছেন এনামুল হক, তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। দলে মাত্র এক রান যোগ করেই মিরের বলে আউট হন সাকিব।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ ওয়ানডেটি শুরু হয়।
দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২।
ইতোমধ্যে পাঁচ ম্যাচের তিনটিতে জিতে ওয়ানডে সিরিজ জয় করেছে টাইগাররা।
আজ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো ওয়ানডে দলে যুক্ত হয়েছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। আর দলে ফিরেছেন আবুল হাসান রাজু। আর মুমিনুল হকের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ইমরুল কায়েস।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আবুল হাসান, জুবায়ের হোসেন ও রুবেল হোসেন।
জিম্বাবুয়ে দল
অ্যাল্টন চিগুম্বুরা (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, মারুমা, সিবান্দা, ব্রেন্ডন টেলর, চাকাবভা, মুর, মাদজিভা, চাতারা, মিরে ও কাঞ্জোজি।