
বার্সেলোনার সুপারস্টার জেরার্ড পিকের সময়টা সত্যিই ভালো যাচ্ছে না। গেল মাস জুড়েই ছিলেন বিতর্ক আর বিতর্ক নিয়ে। ঘরে মাঠে আলবেনিয়ার বিপক্ষে ম্যাচে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের দাবিতে আন্দোলনরত কাতালানদের সমর্থন জানিয়ে স্প্যানিশ দর্শকদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছে। তবে সেটার চেয়েও এবার আরো বড় দুঃসংবাদ তার সংসার নিয়ে। গুঞ্জন জেরার্ড পিকে ও শাকিরার দীর্ঘ ৬ বছরের সম্পর্কে চিড় ধরেছে। শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে শাকিরা বিবাহ বিচ্ছেদ করে পিকের বাড়িতে থেকে নিজের বাড়িতে চলে গিয়েছেন। ইংল্যান্ডের সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবর অনুযায়ী, এমন কিছু কাণ্ড ঘটেছে যার জেরে শাকিরা নিজেই তাদের সম্পর্ক ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছেন পিকে।
এর আগে বেশ কয়েক বার গুঞ্জন উঠেছিল শাকিরা-পিকের বিচ্ছেদ নিয়ে। যখনই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে তখনই তারা সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। এমনকি শাকিরা পিকের প্রশংসা করে এও বলেছেন যে, বাবা হিসেবে পিকে যথেষ্ট দায়িত্বশীল। ৬ বছরের সংসার জীবনে তাদের দুই সন্তান শাশা ( ২) ও মিলান (৪)। এদিকে গত জুনে বন্ধু লিওনেল মেসির বিয়েতে সর্বশেষ পিকে-শাকিরাকে একত্রে দেখা যায়। তারপর এই দম্পতিকে আর একত্রে দেখা যায়নি।